বারান্দা
মাঝে মাঝে এই বারান্দার
মনোটোনাস বিশালতা খাবার
খোঁজে। তার মনে হয় সেই
কিশোর দাঁড়াশ-এর কথা,
তার লেজ, ভালোবাসা আর,
সে তোমাকে ছুঁয়ে এগিয়ে
যায়, নিজের দিকে। আজ ভোর-
রাতে বারান্দা ঢেকে যায়
বিষন্ন
আঁশে। ম্যাজিকে ধরা দেয় এক
মৃত চড়াই, তুমি খুব একা হয়ে
যাও
তবু
সকাল হাততালি দিচ্ছে।
বিষের গন্ধে উড়ে আসছে
অসংখ্য কাক, এতগুলো যাওয়ায়
গ্রিলের চারপাশে অন্ধকার
ডানা ঝাপটায়
শেষবার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ভালো লাগলো
উত্তরমুছুন