তিল
তিল তিল করে ওটা বাড়ছে
ওটা হয়ত অশনি সংকেত
---প্লিওমরফের কাঁটাতার
উষ্ণায়নের বরফঘরে
রঞ্জকহীন সব্জি
ডান পাশে ব্যাথা
---বাঁ পাশে ঘাটা চাঁদ
জমিতে ভক্তদের ভ্রু
নিধান
হাড়িকাঠে ঊরু আর সমস্ত
স্লিপ ডিস্কের জন্য
---চিপ চিপ চিপস
ক্লিভেজ শুধু স্তনে নয়
ভ্রুণের ঘুমে --- মরুলায়
থাকে
এবার সমস্ত অবৈধ তিল
আসঞ্জন শিখবে
কমনওয়েলথ
একটা সাম্রাজ্যবাদ
চুক্তিতে চু চু চু-কিত
খেলছে
দ্রাঘিমায় পায়রা ওড়াচ্ছে
পুরশ্চরণের জন্য
ভ্যালিয়াম টেন
ইষ্টসিদ্ধির জন্য
বিছানায় হাঙ্গর পোষা
তাপদায়ী বিক্রিয়াগুলো
সুড়সুড়ির কোরাস
--- একটা কমনওয়েলথ
কত বিলিয়ন উলঙ্গ হয়ে
গেছে
জানার আগে ধেই ধেই করে
বসন্ত আসে
পর্ণমোচীর পাতা আর
গাছপাঁঠা দিয়ে
দম্পতির হাবুডুবু খায়
নাইটল্যাম্প
পাওয়ার কাট --- পাওয়ার
কাট
কমনওয়েলথ --- কমনওয়েলথ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Khub valo laglo taniya.
উত্তরমুছুনখুব ভালো লাগলো। খুব...
উত্তরমুছুনBah re.Bhalo laglo.
উত্তরমুছুনBah re.Bhalo laglo.
উত্তরমুছুন