সম্রাট ভৌমিক-এর কবিতা
মিলান্তি
অন্ধকার জ্বলছে তখনও দু’চোখে
সিগারেটের
ছাই জমে পুরু হয়ে এসেছে
কিছু ভ্যাপসা অস্ফুট
শিশু
সমানে বেড়ে চলেছে বেশ্যার জরায়ু জুড়ে
তুমি কি জানো?
সারিন কেন উঠছে না ঘুম থেকে
যদি ও ওঠে
তো ওকে ব’লো
চীন ভারত দখল করছে
সমানে
দু’টো ফুসফুস ভাজা হচ্ছে
কড়াইতে
একটুখানি নুন লাগবে
রঙ
চোখ সরলো চোখ থেকে
সুহানা জার্নির সোহাগ ভাঙলো আজ
এখন
রাত ঘুম, ঘুম রাত
চাকা ঘোরে— সময় টিকিট দেখায়— রঙ বদলায় পোষাক
স্মৃতির আলগা কোমড়
আর তাতেই ব্লু লেগে আছে
খানিক
রঙ মিলান্তি
১১টা বেজে ৫৬-তে কাঁটা ছুঁয়েছে ঘড়ি
টিক টক
টিক টক
কিছুক্ষণ বাদে ঘণ্টা বাজবে
আকাশে
সারি সারি দেওয়াল উড়ে
গিয়ে জমবে
শ্রীতমাদের ছাদে
ধপাধপ
ধপাধপ
গজিয়ে উঠবে
দোতলা পাঁচতলা সাততলা
আমার ঘরের পাখাটা আজ ঘুরছে না
মনে হয়
ও sms পিলোচ্ছে, নতুন বাড়ির পাখাদের
বন্ধু পিলোচ্ছে
বিয়ে টিয়ে করবে না-কি?
Pink
Floyd-এর সুরে ল্যাঙটা নাচ নাচলো
আফ্রিকান
জারজ শিশুরা
তর্জনী
ফোটালো দুধের প্যাকেটে
এইবার ঘন্টা বাজলো মুঘল সাম্রাজ্যে
বোবারা
কোরাস বক্তা
ঝুলনের পসরা সাজিয়েছে
ঔরংজেব
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন