আমরা ট্যুরিস্ট ভেবে ভুল করি
সজল দাসের
কবিতা
ভ্রমণ
।। ১ ।।
যে দৃশ্যের কাছে হাত পাতলে
সে আসলে সমুদ্রের নয়,
জাহাজের
আলো
উত্তাপ হারিয়েছে, এমন
একটি
বিকেলে
পায়ের
কথা ভেবে
বালিতে দাঁড়িয়েছো
সমুদ্রের
কথা ভেবে, তুমি হাঁটলে
আর
জাহাজের
কথা ভেবে
স্নান
করলে সমুদ্রে
এভাবেই
দৃশ্য থেকে দৃশ্যে,
সব
ছায়াদাগ
আসলে
পা থেকে জাহাজের দিকে যাচ্ছে
।। ২ ।।
যেভাবে নরমকে তুমি হাত
চিনিয়েছো
শিখিয়েছো চুল বাঁধার হাত
কীভাবে উঠে আসে মুদ্রায়
তাতে
আয়নার কিছু যায়-আসে না
বরং
সমুদ্র...
হাওয়াটি
নিরবচ্ছিন্ন হলে
ওড়াটুকু
স্থির
ও চঞ্চল হয়ে ওঠে
।। ৩ ।।
আসলে ভ্রমণ ঘুরতে বেরিয়েছে
জাহাজের আবহাওয়ায়
আমরা ট্যুরিস্ট ভেবে ভুল করি
আমরা ট্যুরিস্ট ভেবে ভুল করি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন