রাজর্ষি মজুমদারের কবিতা
আমাদের কাশীতে
বিশাল শরীর নিয়ে
তুমি মণিকর্ণিকার কাছে যাও,
পাশ ফিরে বালিশ খোঁজো সারাদিন।
অঝোরের বৃষ্টি শুরু হয়
তোলা দিয়ে দিয়ে বাড়িয়ে তুলি ভালো
যেভাবে সংস্কার ভুলে –
আমরা ভিক্ষা করতে শুরু করি
চাঁদের অপর থেকে কোলগেট পড়ে সারা রাত।
সিনেমা দেখালো
ডোমের খয়েরী রুটির মত মুখ।
সিগারেট হাতে প্রিয় বইকে বোঝাচ্ছে –
"পুড়ে গেলে তুমিও ভালো থাকবে "
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Khub valo laglo rajarshi
উত্তরমুছুন