একটা খুব সাধারণ কবিতা
দেয়াল ভাঁজে লিঙ্গ আঁটছে না
অন্ধ, কার খুলছে এমন এক ফকিরি
গল্প জমছে না...আদর
পাঠক্ষেত ফিরে যাওয়া লোকটা টর্চ জ্বালছে
ধুর, এখনে তো জানলাও নেই
পাউচের কেনাকাটা
এতক্ষণের শিব, দ্রাক্ষাবন
জলের ভাঁজে মাথায় মাথা ...একা...শরীর হচ্ছে
এক আগলে রাখা। যোনির শব্দ
যতক্ষণ মাল্লার গান সিঁড়ি বুনছে জলে
কাকতাড়ুয়া তোমাকে ফেরাচ্ছে না কিছুতেই
মাথুর করে দেখলাম আর কীট আর ছিঃ
দর্জি মাপা পোশাক মানায় না পলাশকে কোনোদিন
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন