লুডোর উচ্ছ্বাস
টুপ
টুপ
বৃষ্টি থেকে
আর একটু সরে আসা
বনবীথী
হাস
উড়ন-চরকি থেকে ...
দেখা যাচ্ছে
আকাশের বেজুবান ঠোঁট
শুষে নিচ্ছে সব আলো
তো নিসর্গ নেই !
আজ থেকে যূথ নিবৃত্তি
প্রতিটি রাস্তায় জানতে
চাওয়া হচ্ছে
জামার রঙ
সকলে ফিরে যাচ্ছে প্রিজমের
কাছে
যেন নিশ্চিত মৃত্যুর পরই
ফ্রেম বাঙ্ময়
এভাবে যখন
পূর্বাপর মৃত আলো পেরচ্ছে
হামাগুড়ি থেকে হাঁটতে শিখে
যাচ্ছ তুমি
গড়িয়ে যাচ্ছ বিগত সমবায়ের
দিকে। যার দেওয়াল থেকে এক রঙা ঠাণ্ডা আসে। হায় আজও তুমি ঘটনার দিকে পেছন করে রয়ে
গেলে। তোমার ক্রকারি, তোমার মেডিকেল কলেজ নেড়েচেড়ে দেখছে তোমারই ঘিলু। এই
রক্তপাতের সম্ভাবনা তোমাকে কি প্রলুব্ধ করছে ? যেন সেই অতীতের দূরত্বে তুমি বৃষ্টি
নামাবে .. তখন হঠাৎই কথাবলা জানলায় লুডোর উচ্ছ্বাস... ছক্কা-পাঞ্জা-চৌকা গড়িয়ে
পড়ছে .. ঝাঁপিয়ে পড়ছে সবাই। আর হেই বলতে গিয়ে পিছিয়ে পড়ছে নাভিশ্বাস ...
তুমি বাধ্যত
এক স্বগতোক্তি ছাড়া
বুঝে নিতে চাইছ হালহকিকত
দূরে চলে যাবে বলে
ধানক্ষেতকে সবুজ বললে
আকাশকে নীল
তোমার ভেসে থাকাকে তবু
কৌতুক করল মাছ
বলতে পারলে না ক্ষ্যাপার মত
এই রঙ চেনানো চলবে না
...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন