আর কিছু নয়
ফাঁকা প্যানোরামা পড়ে থাকে...
দেখেছি হাইওয়ে ঘুরে ঘুরে আলোগুলি
হাঁ-মুখ পেতে দেয়,
ফোকাস হারানো ঝিম
শুধু ঝিম
উবু হয়ে বসে থাকা ...
হাঁটু থেকে উৎসব খুলে খুলে
কালোর ভেতরে কাল
মি.লি মি.লি কালো গিলে খাওয়া...
শশ্মানশস্যের পাশে জলে নামে দেবী
যে পুরুষ হুদুর, যে পুরুষ কালিঝুলি
ঠোঁট ভ’রে বুক ভ’রে তাকেই
আরোগ্য দেন নদী
তাহার অঙ্গে অঙ্গে কে,
কে এক বাজায় বাঁশি
মওলা নামের মত চাঁদ ফুটে ওঠে
আর কিছু নয়
রব্বানা
শুধু রব্বানা পড়ে থাকে
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন