এই ৮৪তম পোস্টের সঙ্গে-সঙ্গেই ‘বাক্’-এর ৫ বছর পূর্ণ হল। প্রতিটা বছর একেকটা যুদ্ধের কাহিনি, অনেক বন্ধুত্বের কাহিনি, কিছু বিচ্ছেদেরও কাহিনি। এই নিয়ে এক সুদীর্ঘ লেখা হতে পারে। এখানে সেই অবকাশ নেই। শুধু বলি, ২০০৯-এর অক্টোবরে ‘বাক্’ যখন প্রথম দেখা দেয়, সে অনেক সন্দেহের ব্যাপার ছিল। লোকে বলতেন, ‘ব্লগ ! সে আবার পত্রিকা হল কবে! ব্লগে তো সবাই বেড়াতে যাওয়ার আর বিয়ে-শাদি-অন্নপ্রাশনের ছবি-টবি লাগায়! ও পত্রিকা হতে পারে না।’ কোনো অগ্রজ কবি বলেছেন, ‘ব্লগ খুব সস্তা জিনিস। পত্রিকার স্ট্যাটাস সে পেতে পারে না। একটা ওয়েবজিন করো।’ অনেকে তো আন্তর্জাল পত্রিকাকে পত্রিকা বলেই মনে করেন না, এমনকি আজও।
এই ৮৪তম পোস্টের সঙ্গে-সঙ্গেই ‘বাক্’-এর ৫ বছর পূর্ণ হল। প্রতিটা বছর একেকটা যুদ্ধের কাহিনি, অনেক বন্ধুত্বের কাহিনি, কিছু বিচ্ছেদেরও কাহিনি। এই নিয়ে এক সুদীর্ঘ লেখা হতে পারে। এখানে সেই অবকাশ নেই। শুধু বলি, ২০০৯-এর অক্টোবরে ‘বাক্’ যখন প্রথম দেখা দেয়, সে অনেক সন্দেহের ব্যাপার ছিল। লোকে বলতেন, ‘ব্লগ ! সে আবার পত্রিকা হল কবে! ব্লগে তো সবাই বেড়াতে যাওয়ার আর বিয়ে-শাদি-অন্নপ্রাশনের ছবি-টবি লাগায়! ও পত্রিকা হতে পারে না।’ কোনো অগ্রজ কবি বলেছেন, ‘ব্লগ খুব সস্তা জিনিস। পত্রিকার স্ট্যাটাস সে পেতে পারে না। একটা ওয়েবজিন করো।’ অনেকে তো আন্তর্জাল পত্রিকাকে পত্রিকা বলেই মনে করেন না, এমনকি আজও।
‘বাক্’ তখন ছিল একমাত্র ব্লগ যা পত্রিকা হিসেবে
সক্রিয়। ব্লগজিন শব্দটাই তার আগে বাংলা কবিতার ক্ষেত্রে কেউ ব্যবহার করতেন না।
যেকোনো প্রথমকে যে পরীক্ষা দিতে হয়, অপমান সইতে হয়, তাকেও হয়েছে। আজ আন্তর্জালে
অনেক ব্লগজিন। যারা সেইসব পত্রিকার জন্ম দিচ্ছেন, সুন্দরভাবে চালাচ্ছেন, মেতে
আছেন, তাঁরা কি জানেন ‘বাক্’-এর শুরুর ইতিহাস? এটাও কি জানেন, আমরাই প্রথম এই কাজ
শুরু করেছিলাম? না জানাই স্বাভাবিক। বিস্মৃতি বাঙালির স্বভাবধর্ম। আমরা ভুলে গিয়ে
ভাল থাকি।
৫ বছর কোনো গর্ব করে বলার মতো কালখন্ড নয়। তবু,
আনন্দ প্রকাশ করছি, কারণ আনন্দ হচ্ছে। এতদিন এই পত্রিকা চলবে, এবং সগৌরবে চলবে,
২০০৯-এ ভাবতে পারিনি।
তাহলে, ‘বাক্ ৮৪’ আপনাদের সামনে। একটু দেরি হল।
১ তারিখের বদলে অক্টোবরের ২০ তারিখকে বেছে নেওয়া হল, কারণ আমরা পুজোর হুল্লোড়ের
বাইরে থেকে এবারের সংখ্যা প্রকাশ করতে চেয়েছিলাম। এখনও অনেকে
বেড়িয়ে ফেরেননি, অনেক স্কুল-কলেজ বন্ধ। তবু, আর দেরি করা চলে না। কিছু পাঠক অধীর
হয়েছেন, আমরা টের পাচ্ছি।
এবার আমার সঙ্গে যৌথভাবে কবিতা-সম্পাদনা করেছে
বন্ধু ইন্দ্রনীল ঘোষ। আমাদের মধ্যে কে কোন কবিকে বেছে নিয়েছি, সেটা কিছুক্ষেত্রে
কি বোঝা যাবে? সেটা সম্ভবত জরুরি নয়।
- অনুপম মুখোপাধ্যায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন