মহাভারতের বোধহয় সবথেকে দুর্ভাগা চরিত্রটি হলো গান্ধারীর। ইতিহাস সর্বদা লেখা হয় জয়ী রাজা পক্ষে, তাই গান্ধারীর বেদনা আজ অপ্রাসঙ্গিক।শিল্পী অমিত বিশ্বাসের কালি-কলমের কাজে আমরা দেখতে পাই গান্ধারীর এক আধুনিক উপস্থাপনা। দেবী-প্রতিমার আর আধুনিক নারীর সন্মিলিত রূপকল্প তিনি। শতাধিক সন্তানের জননীর বুকে দেখা যায় অসংখ্য ক্ষত, যা রূপান্তরিত হয়েছে বোতামে। নাকের গড়নের মধ্যে আছে পশুমাতার সন্তান হারানোর যন্ত্রনা, যা আমাদের চোখে দৃশ্যত নয়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন