• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

অনির্বাণ বটব্যাল


ফেরা যখন ফেরার = বেওয়ারিশবাজি অনির্বাণ বটব্যাল


ফিরে আসা মানে পক্ষপাত বললে –
দয়াখোর পক্ষাঘাতই স্বীকৃত শোক।
ঠিকানার ফুরিয়েছে আয়ু , 
বেওয়ারিশ আমার ডাকনাম হোক............

                        দাঁড়ি কমা সমস্ত তর্জমা পেরিয়ে যে ভাবে স্বাধীন হতে চাইছে পঙক্তিরাজ ... একটা মাত্র অ আমাকে নির্বাণ থেকে আদৌ  কি আজীবন দুরে রেখে দিতে পারে ? ... এত কথা খাই শব্দ খাই সুর খাই তাল খাই আমি খাই হামি খাই ... জিভ বেয়ে রস বিনিময় ... আহা লালাবাজি ... নিপুণতায় থুতু গিলে গিলে গভীরতা তুলে আনি গলার কাছে ... বমি হব। কার কাছে ? যার আছে তার এমনি এমনি আছে ...যার নেই তার খেই হয়ে দাঁড়াতে গেলে দাঁড়িয়ে যায় আমার কাঠবিড়ালীটি। পাশে  বসলে ফুলে ওঠে ফুঁসলে ওঠে... ল্যাজের তিড়িং লাফে গরম চলকে ওঠে উথলে ওঠে পরোপকার ... হুঁশিয়ারি খাই-- নিজেকে আই বলবি না... মাই বলবি না... শুধু দুদু ছুঁয়ে চুমুকের বাহবা কুড়োবি, নরম জুড়োবি ... উষ্ণতা মারাবি ... শক্ত না হওয়ার ভয়ে উপভোগ? ভোগের বদলে স্বাদহীন স্বাধীন ন্যাকামি ? ... লেখ্‌ লেখ্‌ লিখে ফ্যাল্‌ হিস্‌হিস্‌গুলি,ফিসফিসগুলি ...  
                      স্বাধীনতার আঁটি বেঁধে দু টাকা দরে বেচে দিলাম ... থানকুনির পেট খারাপ নখকুনির টনটন সব একই বাজার দরে আদরে চাদরে উদরে কদরে খিল্লি করুক ... ডাণ্ডা হু হু কলমে পতাকা তুললাম আজ এবং আজ থেকে ......
১.
আকাঙ্ক্ষা চুষতে চুষতে আঙুল, আঙুলের হাড়।
খুলে রেখেছি অভ্যাসের এঁটো
আরামের লবণাক্ত জিভ

গোপন ফাঁক করে ভাঁজে ভাঁজ  
নিকুচিতে খুনসুটি প্রসাধন- ঠোঁটের কারুকাজ

কুঁকড়ে কুকুর কুণ্ডলী খিদে
এইবার তাগিদে ফুটল রাস্তার -
অথচ অবহেলায়

পাথর ঘুমোচ্ছে পায়ে

২.
দুধ লুকোতে লুকোতে চালাক হয়ে ওঠা
নাকি চলকে ওঠার সহজপাঠ ?   

বিড়ালের অজুহাত লাফ
সন্তর্পণ শিখে নিয়ে শিকেয়

সুরক্ষিত নরম সফেদ কানায় কানায়  
সর খেয়ে গেলে কেউ

সাদায় উথলে ওঠে –
                    পায়রা                                      
                    সুরভিত ব্রা           
                    এবং এ্যাম্বুলেন্স
৩.
নিঃশ্বাস স্বভাবতই পরকীয়া

নির্জনতা একলার উপাদেয় হলেও
ঘাসে ঘাসে দীর্ঘশ্বাস চিবিয়ে নেয় দুঃখ হরিণ
মেঘে মেঘে ফুলে ফেঁপে ফুসফুস  
হাঁপিয়ে ওঠে ভেজা মাটি,  নিভৃত আঁচোড় 

 শ্বাসকষ্টের থেকে ছুটি মাইনাস করো
 বিশ্রাম পড়ে থাকে ছাইদানে
 ক্যালেন্ডারে কালো দিন

নিঃশ্বাস স্বভাবতই পরকীয়া চলে গেলে-  
মৃত্যু বোলো না ......উদযাপন দিও ...

তারও আগে  - চুমু দিও ভীড় বাসে
                                (ক্রমশঃ)   
                                                                                                                                                                                                                                   

My Blogger Tricks

1 টি মন্তব্য: