প্রয়াত শিল্পী তায়েব মেহতার এই ছবিটি কিছুদিন শিরোনামে আছে রেকর্ড অর্থে বিক্রির জন্য। ছবিটি "লেডী ইন রিক্সা" সিরিজের।নব্বইয়ের দশকে বলিউডি সিনেমায় উচ্চবিত্তের দেওয়ালে শোভা পেত এই শিল্পীর ছবি, বিত্তবানের প্রতীক হিসাবে। ছবিটি দর্শকের কাছে বিখ্যাত কিন্তু অন্য কারণে। উজ্জ্বল রঙ আর বিভিন্ন প্রকার অনুজ্জ্বল ছাই রঙের সাহায্যে দ্বিমাত্রিক এই ছবিটি উপস্থাপিত হয়েছে। রিক্সায় উপবিষ্ট নারীটির দেহের ভারসাম্য বজায় রাখার জন্য তাঁর একাধিক ডান স্তন উপস্থিত। একই কারণে তাঁর ডান-পাটিও একাধিক। সত্যিই বলিষ্ঠ উপস্থাপনা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন