রোশনাই
মনিদীপা সিংহ
(১)
বালি তো আসলে অন্ধের অজুহাত
কা্রো রাতের চিরকুটে...
(২)
কেউ নয় আর কেউ নয়, শুধু
পাতালপুরীর অমেয় জল জানে গাছেদের শিকড়ের স্নান।
(৩)
আলেয়ার গান যে মানুষ শুনেছে
কখনও সেই জানে পৃথিবীর সমস্ত আলোর রোশনাই আসলে জলের বিমূর্ত অসুখ।
(৪)
কোন কোন মহুয়ার রাতে নিশির
ডাকের মত আলো হাত ধরে নিয়ে যায় বলে কেউ কেউ জলের ওপরে হেঁটে যেতে পারে শৈশবের
সাঁতারকে বুকে নিয়ে।
(৫)
ছায়া পড়ে, আলোরাও কষ্ট এঁকে
রাখতে ভালবাসে বলে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন