ভুল
অংশুমান
'ফাক ইউ' বলে এক ভ্রাম্যমান শব্দবন্ধের পিছু নিলাম
কারণ অকারণের প্রাথমিক
তোয়াক্কা ছাড়াই
যখন ধরতে পারলাম
বসলাম পাশে
হাত ধরে
আমি,
কবি।
তাই
অযথা
অধিকার।
তার মুড অফ,
কাব্যিক এক গিফটের
প্রতীক্ষা ঘুরিয়ে মারছে
তাকে।
অথচ কিছুতেই আমি তা দিতে
পারছিনা
কিছুতেই পারছিনা। অথচ তার
বিপ্লব, তার তাচ্ছিল্য, সবই কী দামি, কী সক্ষম আমাকে মধ্যমা দেখিয়ে চলে যেতে...
ফিরতি পথে সব শব্দকেই
দেখলাম, মধ্যমা দেখিয়ে চলে যেতে, সব কবিদেরই, অথচ কবিতাই তাদের সর্বশেষ আশ্রয় অভিলাষ...
তবে কি আমারই ছোঁকছোকানিটা
ভুল হয়েছিল?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন