সাঁঝবাতি
রারা’র কবিতা
সাঁঝবাতি
সাঁঝবাতি
জিনকে সর্ হো ইশক্কে ছাঁও
পাও’কে নিচে জন্নত হোগি
১।
কোনো
লিঙ্গ জানিনা
তোমায়
রাকিব তোমায় রসোমন
তোমার
খড়িমাটি পায়ে পায়ে
যতদূর
গ্যালো তাকেই মঞ্জিল
ছাই
থেকে সবুজ হয়ে উঠে যাও দূর
বড়ো
হয়ে তার থেকে দূরে চলে যাও আরো
এইটুকু
দূরদুরান্তর
নাক
থেকে কপাল
রসোকলি।
২।
দূর
থেকে এতদিন শুধু ছবি তোলাই হল।
এমনকিছু
কাছে যেতে পারিনি তার
তেমনকিছু
দূরে যেতে পারিনি...
সে
বললে- ফিরে যাচ্ছো! যাচ্ছো যাও,
পিছু
ফিরে দেখো না
ছেড়েযাওয়াগুলো।
র
এর ফুটকি চুরি করে নিয়ে
আমি
পশ্চিমে ফিরে আসি।
ব-
এর অনেক কাছে
বাংলা।
সব
হল, সবই...
শুধু
কপালে একটা চুমু খেয়ে আসা হল না, তার।
###
রারা’র
জন্যে আবার পরেরজন্ম
ভাবতে
বসলাম।
দু
গোলা সবুজ ছাই উল
দু
পা কাঁটা...
৩।
তোকে
আমি চোখে করে
বুকে করে
ফিল্মে ভরে
নিয়ে
গিয়ে বাড়ির সামনে
বসিয়ে
দেবো বনসাই।
একদিন
নাতনীকে গল্প বলবো
হারিয়ালি
গন্নারসের ক্ষেতে
মধুশালি
ধানের কি আজব মিলমিশ!
আমাকে
তো যেতেই হত একাএকা
এবার
খালি একলা যাচ্ছি না...
আমার
নিজের বলতে কেউ ছিল না
তাই
একটা ছোট্ট পাহাড় পুষেছিলাম
যার
একটা কি য্যানো নাম ছিল
কি য্যানো নাম
বলতে
বলতে আমার চুলে চাঁদ নামছে।
আমার
কোল হয়ে উঠছে নাতনি রঙের...
বনসাই
গল্পটল্প পেয়ে ফুলেফেঁপে বট।
শিকড়বাকড়
সমস্ত গেড়ে দিচ্ছে আমার দূরের মধ্যে...
৪।
প্রথম
দেখা তুই
শেষ
দেখা তুই
তফাৎ
গল্পে ও কবিতায়...
আমি
তোর এক্কার টুরিস্ট
এক্কার গাইড
তুই
কি আমার ভালমানুষপাহাড় ...
৫।
মহাবালেশ্বর,
মাথেরন, লোনাভালা
কোত্থাও
যাওয়া হল না।
আমি
আসলেই হাওয়াগুলো পাগল পাগল
বৃষ্টি
তো হবেই, পথ পিছল।
মনে
কু ডেকে উঠেছিল।
তাই
পিকে ওঠা হল না।
রারা’কে
একলা ছেড়ে চলে আসছি
মনে
হু ডেকে উঠলো।
ডাক...
ডাহুক...
ডাকুক...
বৃষ্টি
তো হলই। পথ পিছল।
হেমন্তের
বৃষ্টি এবং কুহু
দুটোই
তো বিকেলবেলা ঘুমিয়ে ওঠার পর
মনখারাপের
মতন।
বিষণ্ণবিলাসী
ডাকুক বরং...
৬।
তোকে
নিয়ে লিখবো বলে
তোকে
ছেড়ে আসার দুঃখ পেতেই হবে।
এইটুকুর
মাঝখানে যেটুকু না দেখা
সেটুকুই
বাংলা কবিতা।
৭।
মাথামোটা
বটগাছ মাথা ঝাঁকাতেঝাঁকাতে
কোত্থাও
যাবে না বলেছিল।
তুই
কোথাকার ভালপাহাড় সমস্তটা
কাঁধে
তুলে নিয়ে
ওপারে
রেখে আসলি আমায়
এত
ভিড়ভাট্টা মহানগরে
আমায়
কেউ মাথা গোঁজার জায়গা দেবে না কাঁধেবুকে
এলিয়ে
পড়লে ঠেলে দেবে মাথামাইগ্রেন...
একমাত্র
তুই আমার রণবীর কাপুর
ইয়াশ
পরিণীতি
যাইহোক
সবরকম রারা আমারই
গোটা
শরীর তুলে নিয়েছিল একবার...
৮।
নিজের
নাম ধরে এত দূর থেকে ডাকলাম
এত উঁচু থেকে
এরপর
যদি
কখনো
অথবা
আবার
কাছে
আসি তোর
সমস্ত
ইকো সমেত ফিরিয়ে নিয়ে যাবো...
নিজেকে।
২৭শে অক্টোবর, ২০১৪।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Just beautiful. A depth lyrical intuition to think more in the words
উত্তরমুছুনK.Z