শ্রীস্বপ্ন
মেহরিন আলফাজ্
(১)
যত হাজারো অবশেষ
তার কিনারে স্রোত আলুঢালু
নামে
মলিন বলার যে রূপ!
সে কণ্যা আমার,
আমার খেয়ালে সে বার বার
শূণ্যের দাম রাখে...
অঘ্রাণ মাস-রুমালের শিকল
পড়ায়
তাবৎ সমস্যা পার হয় স্রোত-স্রোত
খেলায়,
স্রোত-স্রোত খেলায়।
(২)
দুর্গত প্রিয়,তোমার আধার
সুপাত্র সুঘ্রাণ।
চাঁদ-সূর্য অপেরার সামিয়ানা
সাজায়।
#
মৃত্যুর চোখে আঙুল দিয়ে
যারা কাঁদায়
তারা প্রত্যেকে মৃত।
সুঘ্রাণ অপেরার দিনে এলাচ্,লবঙ্গ
চেবায়।
(৩)
দাহ্য ক্লান্ত শরীর ভালো লাগে
লাগে এক পেয়ালা আগুন।
এলাস্টিক ব্যান্ড দ্বারা মোছা
এযাবৎ সকল সকাল ও নিয়মাবলী
শৌচালয় – সতেজ চৌবাচ্চায়।
হাওয়া বিদ্যুৎ যারা ফলায়
তারাই,
ঠক ঠকিয়ে পাথর জ্বালায়।
ওই, ওই খানে আগুন অবিরত...
(৪)
তীব্র গল্প গুলোই শুরু হোক
ধোঁয়ার মোড়ে মোড়ে হাওয়া ঘুরে
বাঁশের রকে ট্রিপ ধরুক।
ঘরের পাশের রাস্তা বরাবর
যাদের, গন্ধ পাওয়া গেছে,
ছাদের ঘরে লুকিয়ে বসে আছে।
আলসে ফুঁড়ে গড়ায়
জ্বলন্ত জোনাকি।
শ্রী!
এখানে এতটাই স্বপ্ন থাক
কোক’র গন্ধ মেশানো আহা!
থাক!
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন