কবুতর বিক্রেতা
কবুতর বিক্রেতা
রেজওয়ানুল হাসান
জোড় দুই হাত
ভক্তির প্রতীক। গুরু শিখিয়েছে ভক্তের প্রাণ। তুমি আস সেই মায়াবনে। মাতৃভক্ত সন্তান
মায়ের থেকে দূরে থাকা মিথ্যা। মায়াবন্ধন ছিঁড়লে অস্তিত্ব থাকে। করমুক্ত করলেই শব্দ
হয়ে শান্তি ওড়ে। ঠাঠারি বাজারে যাবে তুমি। লোহার পিঞ্জরে বন্দী কবুতর। শুধু
বিক্রির জন্য নয়। ওড়বার ইচ্ছাই কবুতর পালা। সারি সারি কবুতর বিক্রেতা। ঘৃণা করে
মুখ ফিরাতে পার। গভীর চিন্তায় খোরাক জোগায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন