'দ্য উইং অব দ্য ড্রিম' ছবিটি শিল্পী দীপঙ্কর মুখার্জীর সাম্প্রতিক কাজ, অ্যাক্রিলিকে আঁকা। এই বিষয়ে একটি রেখাচিত্রও দেখিয়েছিলেন তিনি। একটি নারী নক্সাকাটা বালিশে শুয়ে আছে, তাঁর মাথার একপাশে পাখীরূপী প্রেমিক দাঁড়িয়ে। বালিশের সীমারেখায় আছে বন্ধন আর অর্ধখোলা চোখে মুক্তির ভাবনা, অপেক্ষারত প্রাণের মানুষের সঙ্গে উড়ে যাওয়ার স্বপ্ন।
'দ্য উইং অব দ্য ড্রিম' ছবিটি শিল্পী দীপঙ্কর মুখার্জীর সাম্প্রতিক কাজ, অ্যাক্রিলিকে আঁকা। এই বিষয়ে একটি রেখাচিত্রও দেখিয়েছিলেন তিনি। একটি নারী নক্সাকাটা বালিশে শুয়ে আছে, তাঁর মাথার একপাশে পাখীরূপী প্রেমিক দাঁড়িয়ে। বালিশের সীমারেখায় আছে বন্ধন আর অর্ধখোলা চোখে মুক্তির ভাবনা, অপেক্ষারত প্রাণের মানুষের সঙ্গে উড়ে যাওয়ার স্বপ্ন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন