তুষ্টি ভট্টাচার্য্য
সংসার
তুষ্টি ভট্টাচার্য্য
তুষ্টি ভট্টাচার্য্য
ডাইনিং থেকে ডাক এলো – খেতে এসোওওওওও
এরপর কিছু টুং-টাং , মৃদু চাকুম-চুকুম , চেয়ার ঠেলে উঠে পড়ার শব্দ
বেসিনের কলে জল পড়ার ছরছর
সিগারেটের গন্ধ , হাল্কা কথাবার্তা থেকে বোঝা গেল সুখী পরিবারের ছবিটা
বাজারের আগুনদর বা বেশি তেল খরচার একঘেয়ে শোনা যায় নি কোন
সোফার কুশনের দিব্যি – আজ অবধি কোন পরকীয়ার কেস নেই এখানে
দুপুরের ঘুম জানে , বাথরুমের ফ্লাশ জানে চেপে থাকা কামনার সেন্সর
চাপা দেওয়া কালভার্টের তলা থেকে হতাশার হাইড্রেন উঁকি দেয় মাঝেমাঝে
মাঝরাতের দুঃস্বপ্নে - কিছু বোবা ছায়া খামোখা ঝরিয়ে দিয়ে যায় গলগল ঘাম
বাড়ির চারদিকে কার্বলিক অ্যাসিড ছড়ানো হয় সপ্তাহে একবার
ব্যাস্ , নো ফোঁসফোঁস , নো টেনশান ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন