বইঘর
অনিন্দিতা গুপ্ত রায়
এক
চোখ দেখিনি, মণিটি
যেরকম শ্রুতি ও কথ্যের মাঝখানে
দেখারূপ নেই
অনেকটা ধাপ উঠে আসতে আসতে
আসলে পিছিয়ে যাচ্ছিলাম
স্পর্ধার বিস্তারে
অসহমতের দিকে ইচ্ছেবশত
টুপটুপ পতনলিপিরা
দুই
মায়াময় ঘুরিয়ে বলেছ
আখ্যান, প্রত্যাখ্যান
এতটাই টানটান
যে কোনো মুহূর্তে
সুতো ছিঁড়ে যাওয়া থাকে
অসংলগ্নতায়
এরকম দুপুর লেখা হয়
হটাত একা হয়ে আসা
রিডিং রুমের দিকে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন