• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

দেবজ্যোতি মণ্ডল



দূরের করিডোর


অনেক পাতার শব্দ
সোনালি রুপোলি অন্ধকার
বাঁশ চিরে বয়ে যাওয়া হাওয়া --
এইসব চেপে ধরলে
তোমার মুখ কি ভেসে ওঠে?

তৃতীয় চোখের আলো
তৃতীয় উঠোনে এসে পড়ে
মর্ত্যে এসেছে আজ অপরূপ রাত --
একা মানুষের রাত

বাঁশবাষ্পের গন্ধ
পাজামার সাদা আক্রমণ
দোনলা-বন্দুক-চোখ
কৃতান্তের একা হেঁটে যাওয়া

তোমার আলোয় অন্ধ
দিশেহারা
একলা মানুষ
বুঝি ওই শব্দ আর হাওয়া আর ছায়ার মতন
আমিও ভয়ের কিছু,
আমিও কিছুনা




আমার বোনের
সব পুরনো অসুখ নিয়ে চলে গিয়েছিল
তার এক প্রেমিক ;
এরপর তার আর
বাঁচবার কারণ ছিল না

আজ কেউ যাচ্ছে আর আসছে
বাইরের দরজা দিয়ে
বনবাংলোর মত দূর কোথাও থেকে
আসছে পর্যায়বৃত্ত কিছুটা হুল্লোড়
তারপর সব শুনশান

সমস্ত ঘুমের ঘোরে
সমস্ত দূরের নৌকায় আজ
আমাকে ডাকছে সেই তীক্ষ্ণ ছেলেটি ...
তার অসুখের এপারে
আমি একা জেগে বসে আছি বলে



একটি রাত্রে তারা সকলেই আশ্রয় খুঁজে
জড়ো হয়েছিল এই একটা বাড়িতে
একেক রকম চোখ
একেক রঙের দস্তানা
ঝড়ে ও বৃষ্টিতে তারা
প্রত্যেকে আলাদা সাড়া দেয়

কোনই মিল ছিলনা
শুধু এক সুলভ অপরিচিতি
মৌলিক অপর তাছাড়া ;
আসলে যে মিল
বাবা ও ছেলের
খাটবিছানার
পাড়াপড়শির --
প্রেমিককুলের মুখে
ক্রমে যার ছায়া এসেপড়ে ;
চেনা রেখা, চেনা চোখ,
সাবানের চেনা গন্ধ
বহু চেনা পেঁয়াজ কাটার যুগ ফুরোতেই
যে হিংস্রতা এসে হঠাৎ ঝাঁপায় --
পেয়ালা পিরিচ ফেলে দেয়
ওইটুকু ছিল বলে তারা
রয়ে যেতে পেরেছিল
এক কড়িকাঠের তলায়
এ ওর হিংসার আঁচে উত্তাপ পেয়েছিল বলে
এক রাত
এক যুগ
একসাথে থেকে গিয়েছিল


কখনো আসেনি আর
এমন অলীক যানজট

এরকম ধারাপাতে
পুরনো টিনের চান
কখনো ডোবেনি

জল ও ধাতুর প্রেম --
উতরোল, উল্লাসবিলোল --
যেন ত্বক মুখরতা
পৃথিবীতে একমাত্র জানে --
যেন চামড়ার বেশি
ঐশ্বর্য চিরকাল থাকেনা কিছুতে --
হত্যাকারীর হাত যেন আলো
উঠতে দেখেনি --
যেন অন্ধকার তার চাদর গুটিয়ে নেয়নি
আরো অন্ধকারে --

পণ্যসম্ভারলোভী একদল পণ্যনাগরিকা
কপোতাক্ষের মতো কলকল শব্দ করে ওঠে
অন্ধকার একাকিত্ব সয়ে বসে বসে থেকে তারা
এবার নেমেছে এই বাণিজ্যের স্তিমিত আলোয়

আকাশে উঠেছে এক
আগন্তুক তারা
ভাতের অভাবে ঘটে যাওয়া অপমৃত্যুর কিনারা
করে দেবে বলে

আকাশে উঠেছে এক
অপরূপ তারা
যার মলিনতা আঁধারের
চিবুক ছুঁয়েছে

খুন হয়ে গেছে এক নবাগত তারা
অপেক্ষার গরলে গরলে
My Blogger Tricks

৩টি মন্তব্য: