ইন্দ্রনীল বক্সী
কিছু অব্যর্থ
ক্ষত ও মেগাপিক্সেল
ইন্দ্রনীল বক্সী
ইন্দ্রনীল বক্সী
আপনি ক্ষত নিয়ে আসুন
পুঞ্জ পুঞ্জ পুঁজ –রক্ত – কালসিটে
ট্যাটু ইত্যেদি
মারক মোনা কিংবা রবার্ট
সামাজিক কামিজের ছেঁড়া হাতা আরোকিছু
মুর্ছার অন্তবার্স
অন্তর আবাস
বহতা ভিড়ের কোন মেপে এটুকু আপনিও জানেন
আমিও...
বহু
আদ্রতা পেরিয়ে তাপাঙ্কের স্থিরতা এসময়ের
নাকোলাহল
এসব
বিকেলে চড়া সুগন্ধীর চটুল বিস্তার টুপটাপ রঙ্গীন
এপযর্ন্ত্য ব্যাবহারে নীল হয়ে আসে
প্রসঙ্গরা হুজুগে কাঁচা প্রেমের গোটানো
আস্তিন
পরন্ত বিকেলের আলোয় ক্যানভাসকারি আঙ্গুলের
প্রলাপ
শববাহকেরা বৃন্দগানে নিয়ে চলে অনাঘ্রান ( স্মারকের নিচে ফুলেরা
বিজ্ঞাপিত
পড়ে থাক)
জরুরী
দস্তাবেজে মেখে ঊঠেছে সদ্য ফেলে আসা গল্পক্ষতগান
আলতো উজিয়ে দেখি ফেরেস্তার
মিছিলস্রোতে নতজানু আমিও আছি
আপনিও
অন্ধকারে
মাঝে মাঝে ডুব সাঁতারের স্বাদ
রবার্ট
ও রঙ্গীন যূপ বোঝাই জাহাজ
কষ্ট
–সেতো বিলাস দ্রব্য কেতা
মুগ্ধতাই
বুঝি অদ্বৈতবাদ
খুব
সামান্য ছবি নতুন মেগাপিক্সেল
দানাদানা দৃশ্যচাক মোহিত
ত্রিভুজ
নগ্নতাগুনে অন্যমসৃন দেহ
মুঠোয়
রয়ে যায় নিষিদ্ধ আপেল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন