সোমনাথ ঘোষালের দু’টি
কবিতা
অতীত
এখন আর চোখে চোখ রেখে কথা
বলতে
সমস্যা হয় না
মাঝে মাঝে আকাশের দিকে
তাকিয়ে থাকি
এইসব কথার থেকে আকাশ গোনা
ভালো
আমাদের তো ভাবনার অভাব নেই
তাই আকাশও অনেক
বৃষ্টি এলে ট্রাম লাইন ধ’রে
পড়ন্ত
কবিরা ছুটে যায়, ওরা আজও
পারে
সেই ভেজা তামাকের বিকেল
নস্টালজিয়া আর কিসব যেন
মনে পড়ে না আমারও ঘর ছিল
তাতে অনেক মানুষ মানুষ খেলা
এখন আলো জ্বেলে রাখি
যদি কোনোদিন আবার আমাকে
চিনতে পারি
বর্তমান
অনেক হয়েছে পুরোনো সব
মানুষের তালা ঝোলানো চাঁদের ব্যবহার
এখন আর মানুষগুলো গর্ত
খুঁড়ে জীবিত আলো
অথবা, পাতকুয়োর সামনে
দাঁড়িয়ে ছায়া দেখেনা
কি হবে! আমাদের তো সব জানা
শেষ হয়ে গেছে
শুধু হাড়গুলো চুষে নিলেই হয়
এসো মজা করি, আমাদের
ফানেলের ভেতর দিয়ে
না কি, ঈশ্বরের দেহান্তর
ঘটে –
আলো জ্বালো আলো জ্বালো কালো
হবে
কবিতায় কতকিছু লাগে, মানুষও
সিনেমার শেষ দৃশ্যে যেখানে তোমার
স্তন থেকে ফোঁটা ফোঁটা শহর
পড়ছে
আবছা থেকে স্পষ্ট হচ্ছে
সমস্ত সুন্দর মৃত্য-কারুকাজ
এখানেই আমার পায়ের ছাপ
লেগে থাকে তোমাদের
গর্তগুলোর সামনে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন