অভিজিৎ রায়-এর দু’টি কবিতা
১
অদৃশ্য কোনও জলযানের দিকে তাকাই
সুর হয় চঞ্চল
মুখরের ভাষাও রিনরিনে শোনায় তখন
মনখারাপ লেপটে শুয়ে থাকি
ব্যারাম বলতে এখন আমার আর কিছু নেই
মছলি রঙের সকাল থেকে
নামিয়ে আনি জাদুদণ্ড
তাকে টোটেম বানাও
তাকে আশকারা দাও খানিক
আস্তিন গুটিয়ে থাকা প্রেমিক
তাকেও স্বস্তি দাও এবার
২
নিতান্ত অকারণ
এক ঘোড়দৌড়ের কথা মনে পড়ে
অবসন্ন ঘুমের বেলা ভেঙে
ফিরে আসে মন্তাজ
সারাদেহে জলের ইশারা
চাক সেজে উড়ে গেছে
জনতার উৎসব
এখন হল্লার ভিতর
খানিক খুশি খুশি ভাব
রব্বানী হাওয়ার সকাল
সারিসারি ঘর, বেসাতি, সমুদ্রযান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন