দুটি কবিতা
সম্বিত বসু
তাহিতি আরকিপেলেগো
স্মৃতির সমাগমে
ভূগোলের ইতিপর্ব
খেলার শেষে খারিজ
গোত্রহীনের গর্ব।
সুদূরের ম্যাপ খেলনা তখন
দুচোখ তাহিতি খোঁজে
বিপন্ন মানচিত্রের মান
আটপৌরে রোজে।
জমে যায় বেশ দুপুরদুপুর
দেশ খোঁজা-খোঁজা খেলা
সুপ্ত প্রতিভা সারা দেশে
ভাসায় খোঁজের ভেলা।
সান্তা মারিয়া ভেড়ে
কলোনি পুকুর পাড়ে
কল্পনারা ছোটে
আবেগে একনাগাড়ে।
ফোঁটায় ফোঁটায় জমে
যাবৎ কাহিনী কুঞ্জ
মানচিত্রে বিন্দু সারি
ব্যাতিহারি দ্বীপপুঞ্জ।
উড়ো চিঠি নুড়ি পাহাড়
উড়ো চিঠি বাতাসী যান
কথা বার্তা সদর হাট
চেনা অক্টেভ বিরাশি থান
কথার স্রোতে রাস্তা ঘাট।
কবর খোড়া পরীর দল
নীল কন্ঠ স্বর বিলীন
কুড়িয়ে নিলে ধুঁতরো ফল
সরণি ধুসর গোত্রহীন।
নিমের চাদর হিমের ঘর
আবার আসে কালাপাহাড়
চাঁদের রাতি চিকন চর
জোনাকির ঝাঁক কবে বা কার?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন