রতন
অরূপ একটা গাছ হতে পারে
হতে পারের ডাকে
এক ঝাঁক অরুণিমা।
কিন্তু মিলছে না
বাঁ হাত থেকে ডান হাতের দূরত্ব মাপলে
চোখের আড়ালে আবডাল করা
মিসড্ কল পাতার লাগানে
মেরুণ রঙের নিস্তব্ধতা।
এত নিঃশব্দ লাগে
আমাদের প্রত্যেকের কাছে যতগুলো
দুঃস্বপ্ন
জুড়ে দিলে পড়ে থাকার মধ্যে মধ্যে
কাঁটাঝড়ের মুকুল হয়
কুল কুল করে মুখ আসে
কিন্তু কুলুপের কোনও লুপ হয় না ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন