কালি-কলমে আঁকা শিল্পী গণেশ পাইনের ছোটমাপের শিল্পকর্মটি সুন্দর। ছবিটিতে একটি পাখী উঁচু পাহাড়ের চূড়া থেকে সমতল নিরীক্ষণ করছে, আবার পাহাড়ের চূড়াটিকে কঙ্কালের ভাগাড় কল্পনা করতে দর্শকের বিন্দুমাত্র অসুবিধা হবে না। যদি মধ্যে টানা রেখাটিকে জলতলের সীমারেখা ধরি তবে মনে হবে পাখীটি নিজের প্রতিচ্ছবি মধ্যে অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে। উপরের তিনটি মতের মধ্যে দর্শক কোনটি অনুভব করবেন তা তাদের উপর ছেড়ে দেওয়াই ভালো।
কালি-কলমে আঁকা শিল্পী গণেশ পাইনের ছোটমাপের শিল্পকর্মটি সুন্দর। ছবিটিতে একটি পাখী উঁচু পাহাড়ের চূড়া থেকে সমতল নিরীক্ষণ করছে, আবার পাহাড়ের চূড়াটিকে কঙ্কালের ভাগাড় কল্পনা করতে দর্শকের বিন্দুমাত্র অসুবিধা হবে না। যদি মধ্যে টানা রেখাটিকে জলতলের সীমারেখা ধরি তবে মনে হবে পাখীটি নিজের প্রতিচ্ছবি মধ্যে অস্তিত্ব খোঁজার চেষ্টা করছে। উপরের তিনটি মতের মধ্যে দর্শক কোনটি অনুভব করবেন তা তাদের উপর ছেড়ে দেওয়াই ভালো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Nijer chobi pakhiti nijei dakhchi
উত্তরমুছুন