রিমি দে-র চারটি কবিতা
শামুক
এক পা
এগোচ্ছি, দু-পা পিছোচ্ছি
ঘুঙুরের
লাল শব্দের টিপটিপ
আলতামাখা
শামুকের
পেটে সেদ্ধ হচ্ছে কাঠের দস্তানা
বেস্টসেলার
সিঁড়িভাঙ্গা
অঙ্কটি দ্রুতপায়ে এগোচ্ছে
হাঁফাচ্ছে মেজেনাইন ফ্লোর
দুটো
স্পেস কমা এবং সেমিকোলন
সিংহটির
আর জঙ্গলের গভীর
প্রয়োজন
পড়ে না
ঝরঝরিয়ে
এগোতে থাকে বানিজ্যিক ভাষা
তরোয়াল
মুখ
গুঁজে পড়ে আছি
বালিশের অন্ধকারে
মাথা
খাচ্ছে
সাপ এবং
হরিণ
দুর্বাঘাসেও
মিশররহস্য
আমি
কি সূর্যগ্রহণে নিমজ্জিত হব !
রাবণ
জুঁইফুল
পাতা ছুঁড়ল
আমি
সোমবার এবং পাহাড়
দু-দিকেই
শূন্য এসে ধরা দিল
আমি
প্রথম বন্ধনী
দশেরা
ওড়াব
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Khub valo laglo didi... lekha gulo pore...
উত্তরমুছুনKhub valo laglo didi... lekha gulo pore...
উত্তরমুছুন