বাংলার নারীরা আলপনা অথবা লৌকিক শিল্পে যে ধরণের মোটিফ ব্যবহার করেন সেগুলি নিয়ে যখন শিল্পী তাঁর রচনায় মগ্ন হন তখন শিল্পকর্মটি অনবদ্যতার দাবী রাখে। পটুয়াদের উজ্জ্বল রঙের সঙ্গে দেবী লক্ষ্মীর অনুষঙ্গ কড়ি, পদছাপ, কৌটো অথবা মাঙ্গলিক চিহ্ন এবং ব্যক্তিগত বুনন সহযোগে ভাস্কর লাহিড়ী সৃষ্টি করেছেন এক দৃষ্টিনন্দন প্রাসঙ্গিক চিত্রপট।
বাংলার নারীরা আলপনা অথবা লৌকিক শিল্পে যে ধরণের মোটিফ ব্যবহার করেন সেগুলি নিয়ে যখন শিল্পী তাঁর রচনায় মগ্ন হন তখন শিল্পকর্মটি অনবদ্যতার দাবী রাখে। পটুয়াদের উজ্জ্বল রঙের সঙ্গে দেবী লক্ষ্মীর অনুষঙ্গ কড়ি, পদছাপ, কৌটো অথবা মাঙ্গলিক চিহ্ন এবং ব্যক্তিগত বুনন সহযোগে ভাস্কর লাহিড়ী সৃষ্টি করেছেন এক দৃষ্টিনন্দন প্রাসঙ্গিক চিত্রপট।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন