ব্রজকুমার সরকার
চোখের আলো
ব্রজকুমার সরকার
ব্রজকুমার সরকার
আলোর নিজস্ব রংবর্ণ
নেই,
ইতিহাস আছে।
অন্ধকার সমুদ্রের বুকে
জেগে থাকে
প্রতিসারি আলো, তবু
বিপন্ন নাবিক
খুজে মরে রাত জাগা
বাতিঘর!
জানি একদিন সন্ধ্যা
নামবে আমাদের
খেলাঘরে, শেষ আলোটুকু
শুষে নিয়ে
রাত্রি নেমে আসবে ,
ফুরাবে মুহূর্ত,
আবিনাশী শব্দমালা।
খেলনাপুতুল সব ঘুমাবে
নিশ্চিন্তে।
সারারাত শুধু জেগে
থাকবে
অনিমেষ আমাদের চোখের
আলো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন