শূদ্রক উপাধ্যায়ের দুটি কবিতা
১।
ছায়াপথ ধরে এগিয়ে চলা
পুরুষ গুলি হারিয়ে গেছে;
আলোর উৎস মুখে
একরাশ নীরবতা...
কেউ কি আমার বন্ধু ছিল...!
২।
তোমার চামড়া খসে পড়েছে
তবুও নীরবে দাড়িয়ে আছো ;
আমার বিস্ময় জড়ানো চোখ
প্রতিনিয়ত প্রতিচ্ছবি আঁকে...!
বট পাতার পাশে যে ভাবে
অশ্বিনী নুইয়ে পড়েছিল
ভোরের আলো মেখে;
আমি কি পারিনা তোমায়
জড়িয়ে ধরে বলতে
" তুমি আমার সখা...
"!
এসো আজ
বিকেল গুলি
ভাগ করে নিই...
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন