একটি জনপ্রিয় উবাচ " হয় তুমি বীরের মতো মৃত্যুবরণ করো নয় ততোক্ষণ বেঁচে থাকো যতক্ষণ না তুমি খলনায়কে পরিণত হও"। মিশ্রমাধ্যমে আঁকা অমিত বিশ্বাসের ছবিটি গড়ে উঠেছে সেই খলনায়কের ধ্বংসাত্মক পরিণতিকে কেন্দ্র করে। শক্তিশালী ডানার অধিকারী বৃহৎ এই পাখীটির বিচারণ স্থান আকাশের সর্বশেষ তলে, স্থায়ীত্বের ইমারতি আভাস তার গঠনে বিদ্যমান। সেই পাখী যখন নষ্ট হয়ে ঝরে পড়ে তখন সর্বগ্রাসী এক সৌন্দর্যের জন্ম দেয়। সেই মুহূর্তটি সামাজিক রাজনৈতিক বা মানসিক বিশ্লেষণ করেছেন শিল্পী। ছবির শিরোনাম 'পতনশীল পাখী'।
একটি জনপ্রিয় উবাচ " হয় তুমি বীরের মতো মৃত্যুবরণ করো নয় ততোক্ষণ বেঁচে থাকো যতক্ষণ না তুমি খলনায়কে পরিণত হও"। মিশ্রমাধ্যমে আঁকা অমিত বিশ্বাসের ছবিটি গড়ে উঠেছে সেই খলনায়কের ধ্বংসাত্মক পরিণতিকে কেন্দ্র করে। শক্তিশালী ডানার অধিকারী বৃহৎ এই পাখীটির বিচারণ স্থান আকাশের সর্বশেষ তলে, স্থায়ীত্বের ইমারতি আভাস তার গঠনে বিদ্যমান। সেই পাখী যখন নষ্ট হয়ে ঝরে পড়ে তখন সর্বগ্রাসী এক সৌন্দর্যের জন্ম দেয়। সেই মুহূর্তটি সামাজিক রাজনৈতিক বা মানসিক বিশ্লেষণ করেছেন শিল্পী। ছবির শিরোনাম 'পতনশীল পাখী'।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন