• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

অর্জুন বন্দ্যোপাধ্যায়

শ্যাম ও শ্যামা

মরি হে মরি হে মরি হে শাম
শয়নে স্বপনে তোমার নাম
...আগুনের ছলে মুই বাইরা যাং
তবুও শাম তোর দ্যাখা না পাং
একদিন দেখিচং স্বপনে
মরি হে শাম সেই বদনামে...  

চিৎকারের বাইরে একটা বেড়াল রাস্তা পেরোচ্ছে।
বা রা ন্দা
দেশ ছাড়ার ভাষায় এসে দাঁড়িয়েছে বারান্দা
চলনের স্থিরতা নিয়ে দরজা বন্ধ করতে গিয়ে আমি দেখলাম রবারের প্রতীক আমার অজানা।  
পায়ের জটিলতায় নীচু হয়ে এক নাচের অপেক্ষা পৃথিবীর আদিম মানুষ ভাবতে পেরেছিল।
তার ভেতরে জানলার পাথর, সুড়ঙ্গ, মাশান পুজোর সিঁদুর
কোথাও সাজানো নেই শীতকাল
ঝাঁকে ঝাঁকে দাঁত ও ট্যাক্সির জনক দুঃখিত হয়ে বসে আছেন। তাঁর কোনো যোগাযোগ নেই।
তাঁর কোনো ঘন্টাধ্বনি নেই।
শুধু শ্যামগন্ধ ছড়িয়ে থাকছে। বেশিদূর নয়। শ্যামধ্বনি লেগে থাকছে মাঠে ও মিনারে।   

*            *            *

  
বারো মাসে তেরো ফুল ফোটে
বছরে ফোটে হোলা
সই না যাইও যমুনার জলে
তোমরা না যাইও না যাইও
না যাইও সইরে ওই না যমুনার জলে... 

ডাকিনী যোগিনী দিয়ে বানানো তরকারিতে রাই শাক মিশিয়ে আমি আপনার সাথে শ্রীরাধার দেখা করিয়ে দেবো রামপ্রসাদ। শরীর বিশ্বস্ত নয় এই পাথুরে ভাষায়। বাগানের বেড়াগুলো স্নায়ুতে স্থির ও তীক্ষ্ণ। ঘুম কে আবিষ্কার করেছিল? ঘুমের পূর্বসূরীদের যোনি ও জননে বালিকার দ্বিতীয় লবণ। সামনে দিয়ে শুধু ঘটে যাচ্ছে কাচের দুর্ঘটনা, ব্রীজ ভেঙে পড়ে যাচ্ছে মুখের শব্দ। নীচের নদীতে। মানুষ ঘুমোয় বলে মৃত্যু এত সহনশীল। অনেক ঘুমিয়ে সে রিহার্স করেছে মরে যাওয়া। রঙ থেকে বহুদূরে জিভ জড়িয়ে যাচ্ছে। গুঁড়ো গুঁড়ো নৌকো ভেসে উঠছে স্যালাইভায়। আমি নৌকো গুঁজে রাখছি ম্যাপবইয়ের যেখানে যত নদী। ঘরের উদ্ধৃতিচিহ্নে কেউ শুধু তোমার খেয়ালই রাখছে না, ঠুম্‌রীও রাখছে কিছু।   

*            *            *

...ভাঙেতে ভোলার তৃপ্তি বড়ো
ত্রিভুবনের ভাং করেছে জড়ো
ধুতরার বিচি ভাঙেরই গুঁড়া
আমার উমার বদনে দিতেছে...  

শব্দ তুলে তুলে বাদ্যযন্ত্রের এই সন্নিবদ্ধ অপেক্ষার পাশে
কে তুমি হে অফিস যাত্রী?
ফাল্গুন ভর্তি এক আস্তিন কেটে ইঁদুর বসে আছে রোদ্দুরে
রোদ্দুর ও রোদের মাঝখানে যে জায়গাটা, সেখানে দাঁড়িয়ে শাড়ি বদলাচ্ছ তুমি।
তোমার পৃথিবী বদলাচ্ছ।
আমি স্পর্শ করছি ভাঁজ করে রাখা ব্লেডের ধড়ফড়
বাদ্যযন্ত্র টের পাচ্ছে এই ঘোষ ও মহাপ্রাণ বর্ণ  






My Blogger Tricks

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন