ছলাৎ
নাম থেকে স্বরবর্ণ খুলে
আশেপাশে, চতুস্পার্শে, ক্রমাগত ব্যঞ্জনে
ছয়ের অধিক ঋতু, ঋতুকাল শারীরিক
ফাল্গুন হয়ে ওঠা ভাঙছে
এসকল কুড়িয়ে ফেরো, ঘরমুখী
গান গাইবার ছলে রাধিকাপ্রবণ মেয়ে
অহংকারের শরীর ও ট্যাটুর বিষণ্ণতা
উপহার দিলো
তুমি বললে গান, বললে রাত্রি, বললে ছায়ার
উপাখ্যান
ক্রিয়াপদ খুঁজেই পেলেনা যথাযথ
আয়না রঙের ত্বক ভেদ করে
রক্ত ঘন হয়ে এলো
রক্ত গাঢ় হয়ে এলো
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন