ইচ্ছে হয়
পুড়ে যায় হৃদকোমলতা
অথবা একটি ঘাসফড়িঙের দীর্ঘ প্রেম
অসুস্থ মেয়ের জটালো চুলে রাত কেঁপেছে
কাঁদো — চিৎকার বোঝনা রাতখোলা মুখ?
তোমার ঠোঁটে তামাক নেশা
নেশা
কাটুক,
আমরা
একটি
দীর্ঘপ্রেমের
সংসার
হবো।
ভুল
হোক
যতো
চাও
আধাঁরি
অপ্সরা-
প্রেম
হোক
যতো
চাও
বিলিয়ে
দিব।
ডাহুকীর
প্রেম
অল্পতেই
উড়ে
যাবে
আমরা
স্বপ্ন
ছুঁতে
চাই তো?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন