ভিতরবাড়ি
একতারা সহজ নহে। বিশেষত বেদনার প্রেক্ষিতে। আসরে হিম। আসরে একা। আর সে বর্ণ আঁকে। সুষমা নহে। নিতান্ত গৈরিক। সজল। হুল্লোড়ের অচিনে সে সংসার
গাহিল। একটু একটু ছাড়পত্র। রাত্রির অন্দরে পাতা পড়িতে থাকিল। অজস্র। কিঞ্চিৎ
ভিতরবাড়ি।
সাদা সকাল
কিঞ্চিৎ অকরুণ। তথাপি তাহার ক্ষুধা অস্বীকারের আর রাত্রি
নাই। যেহেতু
ঘন্টা বাজিতেই পারে। সাদা সকাল। আর
তুমি বলিতেছ, ভুল। তাহার মুখে অতএব সুন্দর ভাবো। ভাবো, এ প্রকারেই তুমি শেষ
যুদ্ধে অবিরল ছিলে। আর জন্মভূমি তখন বহুদূরে। যেরূপ পূর্বেই কথিত।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রশান্তদার কবিতায় মগ্ন হতে হয় তখনই মুগ্ধ
উত্তরমুছুনফুটে ওঠে
ha....
উত্তরমুছুন