![]() |
RIP টোমাস ট্রান্সট্রোমার |
কাকে বলে বাংলা কবিতা? বাংলা কবিতা আবহমানকে রেফার করে না। বাংলা কবিতা যোগ রাখে খন্ডিত দেশকালের সঙ্গে। সারা পৃথিবী নয়, কথাপৃথিবীর বিশেষ দেশকালে তার বিহার। যদি অনুমতি করেন বলি, বাংলা কবিতা আদতে স্মৃতির কবিতা। স্মৃতি, আর সংস্কৃতি- বাংলা কবিতা স্বেচ্ছায় সীমাবদ্ধ হয়েছে। বাংলা কবিতা একটা সাংস্কৃতিক ব্যাপার, আপনি সংস্কৃতিকে রাখুন না রাখুন, সে আপনাকে রেখেছে, ধৃষ্টতা ক্ষমা করবেন, আপনি আমার চেয়ে বেশিই তা বোঝেন। কবি নন সাংস্কৃতিক কর্মী, দক্ষরাজ নন, শিবই তাঁর মালিক, কিন্তু কবিতা যদি কবির অনুভবে খাঁটি হয়, সে তার নিজের সংস্কৃতিতে গিয়ে ঠিক বসে যাবে, যেমন কচি পাতাটি শিলাস্তরে আঁকা থাকবে লক্ষ-কোটি বছর, নয়তো বিফল হবে প্রাকৃতিক নিয়মে ঠিক যেমন ফুলদানিতে রাখা প্লাস্টিকের ফুল।
চমৎকার একটি সংখ্যা পেলুম এবার। লেখাগুলো পরিপূর্ণ এবং সাবলীল। শুভেচ্ছা রইলো।
উত্তরমুছুন