সেলফি
নিজের পরে দশমিক
বসাতেই সাহস
যোগ হচ্ছে
আমি ডট কম
উপদ্রুত হাতে
শক্তিবীজ
কবিতায় নিজস্ব ফেরোমন টের পাচ্ছ?
হ্যাঁ / না / কোনোটিই নয়
অবস্থান খুঁজে পাচ্ছিনা ঠিকঠাক
নৈব্যক্তিক হয়ে উঠছে পার্সোনাল ডাটা
ঠিকুজি কুষ্ঠী
চোদ্দপুরুষ
চারদিকে সেলফি ছবি
অথচ কবিতায় ঘেঁটে
ঘ
লে হালুয়া ......
আমার ভেতর আমি চুরি গেলে
পড়ে থাকে
র - মাল
একটা লোক ঘুরে বেড়াচ্ছে
খাচ্ছে
দাচ্ছে
পেয়াজ ছাড়াচ্ছে ক্রমাগত
নিজেকে খুঁজে পাচ্ছে না
...।। শূন্য
ঘর ।।
দরজা বন্ধ। । ফিসফাস শব্দ
ভেসে আস তে আস তে থেমে
যাচ্ ছে।
বার বার
আসলে কথাই নেই
তালাবন্ধ। । ঘর।
শুধু শব্দ --- ফিসফাস।
নিরাময় সুত্র। মিথ্যার প্রস্তুতি।
নীরবতা পুড়িয়ে কিছু শব্দভোজ...
আয়োজন।
অনুপম । যেভাবে লেখে
অনুপম
একটা রাস্তা বানাচ্ছে
দিনরাত
সূর্য ওঠার আগেই
বনপথ ভেঙ্গে
কবিতাবসত
নতুন হাইওয়ে
রুবারু
নিজস্ব রিংটোন বাজছে
কবিতার ভেতর
নোট টুকলি
আর রিমেক এর
নর্দমা সাফাই
অনুপম
কিন্তু নামকরণে
হেরে যায় না।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন