গালিবের সঙ্গে
নদীকে একবার দেখি
আরেকবার গালিবকে গালিব রবাব হয়ে বাজছিল
ভেতরে
আমার ভেতরে কয়েকটা ঘর
বাড়ি বলা যাবেনা এমন
২
বোল লো বোল লাম
ফুটছে একটি দুটি তারা
সময় হল হাওয়া
সবসময় যদি মন
সিতারা সিতারাবাঈ ঈ ঈ ঈ ডাকতে ডাকতে বিংগো হল শীত
গালিব তুললো
আমিও
লেগে গেল উর্দু আর বাংলা লেগে
গেল চাঁদের গায়ে চাঁদের গায়ে চাঁদ
৩
কারণ একটি বা দুটি, দুটি বা একটি রিয়ারা আলগোছে তুলে নিচ্ছে
সহসাবিশদ মির্জা-গালিব স্ট্রিট
বা উদাসী এবং ভরা শাল
রিয়া, আর কতবার আমি মনের কথা বলবো,আর তুমি সব শুনে বারবারই বলবে, কী
বললে?
রিয়া নামিয়ে রাখলো বেনিয়াজির বাংলা উদাসীনতা
রাখলো সবচেয়ে লম্বা “না”
মৃদু হেসে
৪
নিকটাপন্ন আঁচ কিছু টিবেটঘন কিছুটা বলার সময় যৌনসা
বাইরে খুন হয়
আশ্চর্য আবার হয়
এত স্বাভাবিক যে আমি রুমালটা বার করি, খুক খুক করি
জিস্ম এত বাঙময়
শরীর এত নীরব
হাস্কি বেগানামুশুর আর ঢিমে আঁচ গেরস্থে বিরল থাকেনা
৫
আমি তোমার সঙ্গে
আর রাস্তাটাও নির্জন
জল আসবে মদ আসবে
আসবে না যে তার ঘাঘরায় নাকি চাঁদ পেটাচ্ছে গজব মদহোশি
আমরাও এলাম
মাইরি তামাশাটাই হল না!
৬
চোখ খরচ করে ফেলে দেখা
গালিব, কী দেখছো?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন