পুবদেশ থেকে. ৮৩. মালভূমি
বরবিল
থেকে আনা গেলাসের ভিতরে দু’টি
মেঘও রয়েছে। দু’টিই
প্রকাশিত।
দেখে আশ্চর্য হই, কেমন গোলাপি তারা সন্ধের দিকে হয়ে
ওঠে।
ভ্রম
নাকি ছদ্মবেশে যাই পুরোনো লিরিকের মতো
দরজায়
টোকা দিই,
ডোরবেল
– ভিতরে রক্ত ছড়ানো
ইতস্তত
লিপস্টিকের দাগ... আমার কর্ডের প্যান্ট দেয়ালে
অনুত্তেজিত,
সুস্থির
বরবিল
থেকে আনা গেলাসটি টেবিলের মধ্যেখানে স্থিত
তার
স্বচ্ছতাকে সন্দেহ করি
গেলাসটি
ঘুরিয়ে দেখি পুনর্বার
সন্ধের
দিকে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন