স্নব
ঝুঁকে তো আসবেই। শিরশির। চামড়ায় বিঁধে থাকা
অক্ষরমালায় স্থায়ী হবে এই অসমাপিকা। টেরাকোটার গায়ে যতদূর বাসি দেওয়াল। হ্যালো ডাকছে
স্নব। একটা আলগা দৃশ্য। ঘন হবে কি হবে না তোমার মোমরঙা বিশেষণ। ভাবতে ভাবতে ক্যামেরায়
ছিঁড়ে একটা মাংসল রাস্তা যাচ্ছে। রেকাবিতে টুকরো হওয়া আলো। বধিরতার তামাম কেঠো
বিকেল জুড়ে উড়তে থাকা পালকের ব্রেইল...
বাসের ভেতর
বাসের ভেতর আমরা খুব বইমেলা বইমেলা
ভাবি
আর আমাদের গণিতভাবনার ভেতর
আরেকটা লম্বা বাসযাত্রা
বাসের ভেতর একটা সেতু
কিছু জোড়ে না
কোথাও আবেগ দেখি নেই
ন্যারেটিভ নেইতো
কার কালো শাড়ি আকাশে দুটো বেলুন
ফেলে যাওয়া
ম্যাজিক টেবিলের কথা আসে
অফিসের খাতায়
এখন কোন মাস সামনের দরজা দিয়ে
ফাজি লজিকের ভেতরে
বাসের আজব ভেতরে
আমরা খুব বাইনারি হয়ে বসে থাকি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
খুব ভালো লেখা
উত্তরমুছুনAnek dhanyabaad Debasis daa...
উত্তরমুছুন