চারটি কবিতা
দহন
অন্ধ নিরাময়ে পাখিদের যা
করনীয়
নীলকে অনেক আকাশী আর
বিস্তৃত করে তোলা ডানায়
ধবনি ঠোঁটে করে আনা মাটির
অনেক কাছে
তবু আঙ্গুলে তেমন মুদ্রা
নেই যাতে আলো আসে
আচরন
বলা হল এই বাঁধাধরা শেখানো
সংলাপ এতদিন
চলতে চলতে পুনর্বার
প্রকাশিত হাসি
ভিড়ে মিশে যাওয়া সহজ হতে
হতে তাই
শব্দ জড়িয়ে দেওয়া অনর্গল
হয়েছিল
এইবার নিজের নিজের ছায়া নিজের নিজের একাভয়
সাধারন কথা
তরিত হতে হতে বিতরিত হল
অপ্রয়োজন
মহিম আরও মহিমান্বিত হল
নীচু আহ্লাদে
ঘন্টা বাজলেই তাকে মন্দির
মেনে নাও
আজান হলেই মসজিদ মনে রেখো
গীর্জার ধবনি একটু অন্যরকম
কোলাহলের এত থেকে শুধু এই
দু তিনটি জেনেছো
আজকাল
ছড়িয়ে ছিটিয়ে কোনও বলা নেই
তাই বুলিয়ে বুলিয়ে দিচ্ছে
কিছু শুনতে চায়না বলে কেউকেউ
অমল ঢেলেছে হাততালি
পক্ষ মেলে কোন পক্ষী কোন
পক্ষে উড়ে যাবে ইহা এক আকাশবিজ্ঞান
বিশেষ জ্ঞানের জন্য সবিশেষ
মানুষের ঘোরাফেরা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন