করবিস ইমেজেস
৬।
উত্তরোত্তর
বরফ গলে যাচ্ছে আর কড়া রোদ শুষে নিচ্ছে হেনরিকে।
কোথা
থেকে আসছে প্রশ্ন তোলার আগেই
মুখের সামনে
লাফিয়ে পড়ছে আরব।
সারাদিনের
জমে ওঠা লাল ধুলোয় কার কঠিন হাসি ছড়িয়ে পড়ছে।
-আমাকে
ধরিয়ে দিয়ে তুমি অন্যায় করছো হেনরি, তৈরি থেকো।
৭।
এই
রাস্তায় এই চাঁদের নিচে
আমার
জুতো আমি চিরদিনের জন্য রেখে যাচ্ছি হেনরি
হয়তো
কেউ আসবে একদিন
যার
পা আমার পায়ের মতো নয়
৮।
গিরগিটি
মারতে চেয়ে যে পাথর ছুঁড়েছিলে
গিরগিটি
ছাড়িয়ে আরো দূরে
শব্দ
করে আছড়ে পড়েছিল সেই পাথর
এতে
তোমার কোনো দোষ নেই
আঘাতের
করুণাময় মুহূর্তে
আসলে
তোমারই চোখের রং বদলে যায়
গলার
নিচের অংশ লাল হয়ে যায়
৯।
বেসিনের
সামনে হেনরি লিখে রেখেছে-
“যখন রুপো জেতো
আসলে
তখন তুমি সোনা হারিয়েছ হেনরি।
মাথা
তুলে দাঁড়িও না।”
বেসিনের
সামনে এই কথা লিখে
হেনরি
কি অন্য কিছু বোঝাতে চাইছে?
১০।
এই
পর্দা আসলে তোমার জন্যই নির্দেশ- যেখানে বিষাদ আর বেড়াল ঘুমোয়।
ভয়
দেখাতে বালিশের ওপর মুখোশ রেখে ভুল আমিই করেছিলাম হেনরি।
এটা
অন্য পৃথিবী- সময় আর গিটারবাদক যেখানে বাঁচেনা, বাঁচতে পারেনা
ভয়
দেখাতে বালিশের ওপর মুখোশ রেখে ভুল আমিই করেছিলাম হেনরি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন