নীলাব্জ
চক্রবর্তী-র কবিতা
স্মাইল প্লিজ
দরজা খুললেই
ফিকে হয়ে যাচ্ছে কাগজের
বুদ্বুদ
ন্যারেটিভ
ছিঁ ড়ে
ফেলছে
টেবিলের ওপর
উঠে আসছে
রবিবারের একটা খোলা য-ফলা
সাতনম্বর জানলা
পেরিয়ে যাচ্ছে আমাকে
আর
নিষ্ঠুর লোকটা
আরও একটু নিষ্ঠুর হয়ে যাচ্ছে
বলছে স্মাইল প্লিজ...
ধোবিঘাট
এক
অনন্ত ধোবিঘাট
রঙিন
ফ্রেম নিয়ে
তার
সমস্ত উড়ে যাওয়া নিয়ে
ঢুকে
পড়ছে আপনার সাদাকালো ক্যামেরায়
পরপর
ঝোলানো আছে
একেকটা
তারিখের নামগন্ধ
ভয়
ভয়
যেকোনো
সিঁড়িতে
জড়িয়ে
যাচ্ছে
ছোটো
ছোটো শীতকালীন বাক্য
কার্নিভ্যাল
খামের হরিণ থেকে
একবার ভাবো ছুটে যাওয়া গাঢ় দিগ্বিদিক
আমরা রিংটোন ভাবছিলাম
আর
হলুদের গায়ে
একটা দিন এসে বসছে
তোমার মেধার রং কী
মেঝে থেকে মেঝেতে
ওই গড়িয়ে দেওয়াগুলোর নাম অপেক্ষা রেখেছ
জানুয়ারি ২০১৪
আর ওই হেঁটে যাওয়ার ভঙ্গি
কপি-পেস্ট
একটা ঝুঁকে আসার নাম নীল রাখছে কেউ
ছায়ার ভেতরে ব্লাশ
করছে
আজ বোতামের দিন হোলো ভেবে
ফুরিয়ে আসছে ঘর
অথচ
মাফ করবেন
হরফ গুটিয়ে ফেলে
ঠিক বলতে পারবোনা
এখানে একটা ভয়েস ওভার যাওয়ার কথা কি না
মে ২০১৪
একটা ঘোরানো সিঁড়ি এগিয়ে আসছে
কাঁচের জানলায় কারো নাভিছাপ
লেগে নেই
অথচ
লিফটের ভেতর থেকে
ছড়িয়ে পড়লো
একরাশ ঠান্ডা আলপিন
বেলুন ফুরিয়ে যাওয়া একটা জমাট গ্রীষ্ম
আয়নাকে নিয়ন্ত্রণ করছে
আর
নীল বর্ষাতি গলে
হারিয়ে যাচ্ছে এক একটা হাওয়াকল
আপনি দেখছেন না
ওই মুদ্রার দুপিঠে দুরকম ছায়া নিয়ে
ভোটের বিকেল পড়ে যাচ্ছে
>>> ফ্রি ফল >>>
একটা শিরোনামহীন পাতায়
একটাই গোছানো সিনট্যাক্স
বারবার
ধার করছে ধারালো করছে...
বরফ
একটা বরফের বই
হাত থেকে ছায়া পড়ে যাচ্ছে
নতুন বাড়িতে
পুরনো চাবি
এগিয়ে যাচ্ছে
দেওয়াল থেকে দেওয়ালে
শিস দিতে দিতে
ফুরিয়ে যাচ্ছে
বরফের অনুবাদযোগ্যতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
স্মার্ট কবিতা
উত্তরমুছুনকি স্মার্ট ! কি স্মার্ট গো! বাকে লিখতে হলে বুঝি এরম লিখতে হয়?
উত্তরমুছুন