জিরাফ রোদের ভোর
জিরাফ রোদের মধ্যে হেঁটে যাচ্ছে সারি সারি ভোর
বাছুর দৌড়ের মাঠ; কম্পোজিশন ফিরিয়ে নাও
খয়েরি ভ্যালভেট পোকা থ্যাতলিয়ে যাবে
খড়বাহী শালিক তুলছে শীত ব্যালকনির খয়েরি শেমিজ
চাঁদ উঁকি দেবে
সবুজ পাতার দৃশ্যে যদি পাখি ডেকে ওঠে
যদি কোন বউকথাকও
অসমাপ্ত চিত্রনাট্য রচিত
বিবশকাল হরিণের পিঠে
শেষতক সাদা ওই বাড়িটার ভোরবেলা জুড়ে
জিরাফ রোদের মধ্যে হেঁটে যাচ্ছে ভোর
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন