সুন্দরম্
একটি অতিকায় ফুলের ভাবনা থেকে
শেষ পযর্ন্ত এতগুলো শিশুলাল হলুদ গোলাপি কণা
পুঞ্জদিন গুঞ্জরিয়া ওঠে
বাঁশিজন্ম বুঝতে এতদিন লেগে গেল
তাদের কথা তাদের সুরের কথা
এতদিন লেগে গেল
মনটুকি
জঙ্গল পরিষ্কার করে এসে
এ কথায় মনটু খানিক ভাবনায় বলে
পরিষ্কার জঙ্গল করে আসি
তার এই বাক্যগঠন আমি মানি
জল ও রোদ মাটিকে নিয়ে যা করে
সেখানে জটিল সব শিকড় প্রক্রিয়া
ঢেকে দিতে চায়
তারা শুধু রেখে দিতে চায়