রাজর্ষি চট্টোপাধ্যায়
যোজন নীল চোখে ধরে বসে আছি
জলের শব্দে প্রাণ পাচ্ছে বিগ্রহ
হাওয়ার শব্দে
প্রতি জ্যোস্না রাতে বনে যাওয়ার গান
ওঠে
হিংস্র গান
আমি শুনি না
অন্যের মধ্যে অন্যতর একাকে নিয়ে
ঘুম বুনি
গিলহারি মেঘেদের নিচে
এত নুনের স্বাদ
আমার বিছানা এক ঘর লঘু স্বর
দু’ঘর ঘন হয়ে আসে