নারী অঙ্গের শৃঙ্গার নিয়ে যুগে যুগে গুহাচিত্রে, পাথরে, কবিতায়, নাটকে বহু রচনা সৃষ্টি হয়েছে, বার বার যা বদল হয়েছে তা হলো রচনা শৈলী। বাঁ হাতে আয়না ধরে এক নারী তার রূপদর্শনে ব্যস্ত, অপর নারী হাঁটু মুড়ে তার কেশদাম সাজিয়ে তুলছে। পশ্চাদপটে কয়েকটি সামান্য আঁচড়ে শিল্পী ফুটিয়ে তুলেছেন গাছের আভাষ। আবার অসংখ্য কৌণিক সমান্তরাল রেখায় সৃষ্টি করেছেন ঘরের অভ্যন্তরের বৈকালিক অন্ধকার। শিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায়ের রেখাচিত্রে আয়োজন অতি সামান্য কিন্তু এক কথায় অনবদ্য।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন