এসো! কবিতা প্রস্তুত করি
কফিনবন্দি নিশ্বাসের জন্য প্রহরা সাজাই
একাকী, নক্ষত্রের কাছে নতজানু হই
গতজন্মের আপোশ --- জ্বলজ্বল করে
ব্যক্তিগত নৌকোগুলিকে পারাপার শেখায় মাঝি ---
ভাঙা ঝরনার বুকে ক্ষতবিক্ষত ধারা
পাখির ডানার প্রতিধ্বনি শোনা যায়
দিনরাত, শোকের জবানবন্দির কাছে
একজন স্থির...
তার নাম করে চাঁদ ডোবে, অমাবস্যা আসে
কুয়াশায় অনন্ত দৌড়ের গোপনতা
একাকী নক্ষত্রের জন্য আজ
একটা রাত
আলো জ্বালবে সূর্য...
মৃদু ধারাপাতের আতিথেয়তা
সারি সারি প্রত্যাবর্তন, ফেঁসে গেছে গোধূলির চোখ
সন্ধের জারজ হাঁস
নমনিয়তা খোঁজে গুগলির
নখাঘাতে চুড়ান্ত সফল
অগোছালো পায়রা
নেই! আলোর... শূণ্য অবধি, কোথাও
একটা নক্ষত্র আজ, একাকী
নিঝুম
ঘুমিয়ে রয়েছে...
মাথা নীচু করে নদীর জল
শ্মশানের ঝাঁপ সেই হাটবার থেকে খোলা
অনন্ত সে খোলা! তার খোলা থেকে কুয়াশায়
সাদা পৃষ্ঠার মায়া, জলের ভেতরে জল
পেটে, পায়ূতে, স্মৃতির ভেতরে... শুধু জল
গোত্রবদল মনে পড়ে
ভুল দিকে ভেজা খাম
চিঠির
নিরুত্তর...
একা একা পথ হাঁটে আলো
অন্ধকারে
গভীরতা মাপে
দূরবর্তী ভাঙনের অপেক্ষায় সব ঢেউ, পারাপারহীন
হয়ত মায়ার আগামী ক্ষেত
আত্মহত্যার বিন্যাসে বিশ্বাসী, কেউ,পুনর্বার
হঠাৎ ডুব দিয়ে গান শোনাতে পারে
এক-একজন নক্ষত্রের একাকিত্ম বর্ণনা চায়
ছাপোষা অক্ষর হাতে রাত নামে...
জ্বলজ্বল করে
শিরোনাম...
বানান ভুলটা বাদ দিলে অতি সুন্দর। বহুদিন মনে থাকবে।
উত্তরমুছুন