দৈনন্দিন জীবনে যে লোকটি সকালে বাজার করে, দৌড়ে ট্রেন ধরে কর্মস্থলে যায়, প্রমোশনের জন্য ছোটাছুটি করেন, চায়ের পেয়ালায় তুফানও তোলেন সেই যদি ছবির বিষয়বস্তু হয় তাহলে কেমন হয় ? যার আঘাতকারী তরবারী এবং প্রমোশনের মই সমান্তরাল ভাবে অবস্থান করে, সেই লোকটাই তো সোশাল-সামুরাই, আমজনতা লড়াইয়ের ছবি আমার অথবা আপনার ছবি। শিল্পী উৎপল বন্দোপাধ্যায়ের এক দৈনন্দিন রূঢ বাস্তবের থেকে তুলে আনা একটুকরো অসামান্য শিল্পকর্ম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন